ঝিনাইদহে বিএনপির শহীদ নেতা কর্মির পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
1 min readঝিনাইদহ নিউজ:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিগত দিনে বিএনপি পরিবারের শহীদ সন্তানদের পরিবারের জন্য ঈদ সামগ্রী পাঠিয়েছেন,সাবেক জেলা ছাত্রদলের অন্যতম নেতা শহীদ মিরাজুল ইসলাম মির্জা এবং সাবেক ছাত্রদল নেতা শহীদ পলাশ এর বাবা-মায়ের হাতে প্রদান করেন, ঝিনাইদহ ২ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জননেতা আলহাজ্ব এ্যাডঃ এম এ মজিদ। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ আব্দুল মজিদ বিশ্বাস, জেলা ছাত্রদলের সভাপতি শোমেন, জেলা ছাত্রদলের সম্পাদক মানিক, স্থানীয় নেত্রীবৃন্দ । এ সময় প্রধান অতিথী এ্যাডঃ এম এ মজিদ বলেন বিগত দিনে যে সকল বিএনপির নেতা কর্মীদের বিনা কারনে হত্যা করা হয়েছে, যাদের গুম করা হয়েছে। তাদের পরিবারের পাশে দাড়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন। আমরা শহীদ পরিবারের পাশে এসে আগেও দাড়িঁয়েছি এখনও আছি। অচিরেই আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে ফিরে আসবেন বলে আমরা বিশ্বাস করি।