ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
1 min read
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সে ঝিনাইদহ সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নের গয়েশপুর গ্রামের আব্বাস উদ্দিনের স্ত্রী।
স্থানীয়রা জানান, জাহাঙ্গীর হোসেনের পোল্ট্রি ফার্মে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রোকেয়া বেগম (৩৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার অফিসার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, সকালে রোকেয়া বেগম প্রতিদিনের মতো পোল্ট্রি ফার্মে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। সেখান থেকে স্বজনেরা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।