ঝিনাইদহে বিপুল পিরমান মাদকসহ ব্যবসায়ী আটক
1 min readঝিনাইদহ বাসটার্মিনাল থেকে ৫’শ বোতল ফেনসিডিলসহ মিলন হোসেন (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ । শুক্রবার গভীর রাতে তাকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। আটককৃত মিলন হোসেন মহেশপুর উপজেলার পারগোপালপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে।
ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি দাউদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদক ব্যবসায়ীরা ফেনসিডিল পাচার করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিলন হোসেনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫’শ বোতল ফেনসিডিল। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে।
এদিকে অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, পুলিশের বিশেষ অভিযানে জেলার বিভিন্ন উপজেলা থেকে ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে সদর উপজেলা থেকে ২০ জন, শৈলকুপা থেকে ২১ জন, হরিণাকুন্ডু থেকে ৪ জন, কালীগঞ্জ থেকে ১ জন, কোটচাঁদপুর থেকে ১ জন ও মহেশপুর উপজেলা থেকে ১২ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।