ঝিনাইদহে বিভিন্ন মামলার ২৫ আসামিকে গ্রেফতার

ঝিনাইদহে বিভিন্ন মামলার ২৫ আসামিকে গ্রেফতার

ঝিনাইদহের ছয় উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ২৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে জামায়াতের এক কর্মী রয়েছে। বুধাবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।
ঝিনাইদহ পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বরত রিপন হোসেন জানান, নাশকতার প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে জেলার হরিণাকুন্ডু উপজেলার কাপাসহাটিয়া ইউনিয়নের রূপদহ গ্রামের আবুল হক মোল্যার ছেলে জামায়াত কর্মী সানোয়ার হোসেনকে(২৪) গ্রেফতার করা হয়।
এছাড়া হত্যা, নারী নির্যাতন, মাদকসহ বিভিন্ন মামলায় হরিণাকুন্ডু থেকে আরও একজন, সদর থেকে আট, শৈলকুপা থেকে সাত, কালীগঞ্জ থেকে দুই, কোটচাঁদপুর থেকে তিন ও মহেশপুর থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।