ঝিনাইদহে বিশ্ব এইডস দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
1 min read
আসুন, ঐক্যের হাত তুলি; এইচআইভি প্রতিরোধ করি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব এইডস দিবস উপলক্ষে ঝিনাইদহে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারের নেতৃত্বে একটি র্যালী বের করা হয়।
র্যালীটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে সিভিল সার্জন অফিসে গিয়ে শেষ হয়।
পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা: আব্দুস সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা: দুলাল কুমার চক্রবর্তী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম শাহাবউদ্দিন, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: আইয়ুব আলী, জেলা ব্রাক প্রতিনিধি শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে পরিচালনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: আরিফ আহম্মেদ ও ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ।
র্যালী ও আলোচান সভায় চিকিৎসক, নার্স, এনজিও কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা, এইচআইভি রোগ সর্ম্পকে সচেতনামুলক বক্তব্য প্রদাণ করেন।