ঝিনাইদহে বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত
1 min readঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০১৭ পালিত হয়েছে। বিশ্ব ভেটেরিনারি দিবসটি উপলক্ষে কলেজ কতৃপক্ষ বিভিন্ন কর্মসূচী গ্রহন করেন।শনিবার সকালে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের আয়োজনে এবং কলেজের অধ্যক্ষ ডা: হীরেশ রঞ্জন ভৌমিকের সভাপতিত্বে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি ক্যাম্পাসের সমনে থেকে শুরু হয়ে হলিধানী বাজারের মেইন সড়ক প্রদক্ষিন করে কলেজ চত্তরে এশে শেষ হয়।
র্যালি শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিভাগীয় প্রানী সম্পদ দপ্তরের উপ-পরিচালক ডা: মোঃ নিজাম উদ্দিন, বিশেষ অতিথি ঝিনাইদহ জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা: মোঃ হাফিজুর রহমান, ঝিনাইদহ ভেটেরিনারি কলেজের উপধ্যাক্ষ অমলেন্দু ঘোষ, ডা: মোঃ আবু সাইদ। সেসময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক সর্দার খাইরুল বাসার, অধ্যাপক লিয়াকত আলী, অধ্যাপক আতোয়ার রহমান, অধ্যাপক আব্দুল জলিল, প্রকৌশলি মোঃ তুহিন উদ্দিন, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্ময়পরিষদ ঝিনাইদহ ভেটেরিনারি কলেজ শাখার সভাপতি মোঃ সোহের রানা, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন সোহাগ সহ কলেজের সকল শিক্ষক ছাত্র ছাত্রী এবং কর্মচারী বৃন্দঅন্যদিকে সকাল থেকে দুপুর পর্যন্ত ডা: আমিত কুমার দাস এর পরিচালনায় ভ্যাক্সিনেশন ক্যাম্পেইনে ১৫০টি ছাগলের চচজ, ৬০টি গরুার ঋগউ(খুরা) এবং ৭০টি হাঁস ও মরগীর জউঠ (রাণী ক্ষেত) সহ বিভিন্ন রোগের টিকা দেওয়া হয়।