ঝিনাইদহে বোরো চাউল সংগ্রহ অভিযান শুরু
1 min read
ঝিনাইদহে চলতি বোরো মৌসুমে মিলারদের কাছ থেকে চাউল সংগ্রহ অভিযান শুরু হয়েছে।
শুক্রবার সকালে ঝিনাইদহ সদর উপজেলা খাদ্য গুদামে ফিতা কেটে এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু।
সেসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসান মিয়া, ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা খাদ্য পরিদর্শক তানজিলুর রহমান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, মিল মালিক মোকাদ্দেস হোসেনসহ অন্যানোরা।
এ বছর সদর উপজেলার ২১৭ জন মিলারদের কাছ থেকে ৩২ টাকা কেজি দরে ৩৩’শ ৪২ টন চাউল সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগষ্ট এ সংগ্রহ অভিযান চলবে।