ঝিনাইদহে মসজিদের মোয়াজ্জিমকে জবাই করে হত্যা
1 min readঝিনাইদহ নিউজ:
ঝিনাইদহে সোহেল রানা তুহিন (৩৫) নামের এক মসজিদের মোয়াজ্জিমকে জবাই করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল ১০টার দিকে সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের বানিয়াবহু গ্রামের একটি পাট ক্ষেত থেকে পুলিশ তার দ্বিখন্ডিত লাশ উদ্ধার করেছে। সোহেল রানা কালীগঞ্জ পৌরসভার চাপালী জামে মসজিদের মোয়াজ্জিম ছিলেন এবং কোটচাদপুর উপজেলার লক্ষিকুন্ডু গ্রামের বখতিয়ার রহমানের ছেলে।
স্থানয়িরা জানায়, সকালে মাঠে কাজ করতে যাওয়ার সময় পাট ক্ষেতের পাশে একটি মাথা পড়ে থাকতে দেখে পুলিশকে খরব দেয়। ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কান্তি দাস জানান, বানিয়াবহু গ্রামের মাঠে একটি পাট খেতে এক ব্যক্তির জবাই করা দ্বিখন্ডিত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। লাশটি চাপালী গ্রামের জামে মসজিদের মোয়াজ্জিম সোহেল রানার বলে তার পরিবারের পক্ষ থেকে সনাক্ত করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। লাশের গলা থেকে মাথা আলাদা এবং পুরুষাঙ্গ কর্তন করা হয়েছে। কি কারনে এ হত্যা কান্ড তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় থানায় এখনো মালা হয়নি।