ঝিনাইদহে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল
1 min readঝিনাইদহ নিউজ:
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ঝিনাইদহ শিশু একাডেমী মিলনায়তনে এই আয়োজন করা হয়। এসময় মাগুরা ও ঝিনাইদহ মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য খালেদা খানম এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা নারী কল্যান সমিতির সভাপতি দীপ্তি রহমানসহ জেলা মহিলা আওয়ামী লীগের সর্বস্থরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। পরে ৪শ ৪০ জনকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন।