Sun. Dec 22nd, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

ঝিনাইদহে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও সাইকেল বিতরণ

1 min read

ঝিনাইদহ নিউজ ডেস্ক: ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ চত্বরে ‘আমার বাড়ি, আমার খামার’ প্রকল্পে নবযোগদানকৃত মাঠকর্মীদের মাঝে বাইসাইকেল বিতরন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সাইকেল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মি ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক সরুজ কুমার নাথ।

ঝিনাইদহ সদর উপজেলার চন্ডিপুর বিষ্ণুপদ স্কুল এন্ড কলেজে মাল্টিমিডিয়া প্রজেক্টর প্রদান করা হয়। গতকাল ওই কলেজের অধ্যক্ষ খলিলুর রহমানের হাতে এই মাল্টিমিডিয়া প্রজেক্টর তুলে দেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মি ইসলাম।

এ সময় প্রযুক্তিগত জ্ঞান অর্জনে ছাত্রছাত্রীদের শামিল করার আহবান জানিয়ে শাম্মি ইসলাম বলেন, সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে প্রযুক্তিতে প্রকৃত মেধাবী ও বিজ্ঞান মনস্ক শিক্ষার্থীদের সহায়তা করতেই এই মাল্টিমিডিয়া প্রজেক্টর প্রদান করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *