ঝিনাইদহে শহরে প্রকাশ্যে পান ব্যবসায়ী হত্যা ॥ মামলার প্রধান আসামী সহ ৩ জন গ্রেফতার, হত্যায় ব্যবহৃত ছোরা উদ্ধার
1 min readঝিনাইদহে শহরে পান ব্যবসায়ী জালাল উদ্দিন হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার করেছে র্যাব। আজ সোমবার ভোরে শহরের বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
সংবাদ সম্মেলনে র্যাব-৬ ঝিনাইদহের ভরাপ্রাপ্ত কোম্পানী কমান্ডার খোদাদাদ হোসেন জানান, রবিবার ভোরে সরকারী কেসি কলেজের পাশে পান ব্যবসায়ী জালাল উদ্দিন ছুরিকাঘাতে হত্যা করা হয়েছিল। সেই হত্যা মামলার তিন আসামীকে জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। সেই সাথে উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত ছুরি। গ্রেফতারতকৃতরা হলো, প্রধান আসামী মেহেদী হাসান মুকিম(২৯), জীবন (২৩) ও অপু(২২)। তাদের প্রত্যেকের বাড়ী ঝিনাইদহ পৌর এলাকার মধ্যে। মেহেদি হাসান মুকিম বেপারী পাড়ার আব্দুল হামিদের ছেলে, মো: জীবন বেপারীপাড়ার জামাত আলীর ছেলে এবং অপু একই পাড়ার আব্দুল মালেকের ছেলে । এরা সবাই মাদকসেবী বলে র্যাব জানিয়েছে।