Sun. Dec 22nd, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

ঝিনাইদহে শহীদ জিয়ার ৩৮তম শাহাদাৎ বার্ষিকী পালিত

1 min read

ঝিনাইদহ নিউজ:
ঝিনাইদহ জেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষ্যে ঝিনাইদহ শহরের কে আহম্মদ পৌর কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এসএম মশিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাংঠনিক সম্পাদক এড এম এ মজিদ, বিএনপি নেতা জাহিদুজ্জামান মনা, মুন্সি কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাস, আনোয়ারুল ইসলাম বাদশা, সাজেদুর রহমান পাপপু, আহসান হাবিব রণক ও আশরাফুল ইসলাম পিন্টু প্রমুখ।
আলোচনা সভায় বক্তাগন বলেন, শহীদ জিয়া বাংলাদেশে বহুদলীয় গনকন্ত্রের প্রবক্তা হিসেবে বিশ্বে পরিচিত। তার সততা ও সুশাসনে বাংলাদেশ প্রাণ ফিরে পেয়েছিল। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা হাফেজ মাহাথীর লিপইয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *