ঝিনাইদহে সন্ত্রাসী তরিকুল গ্রেপ্তার
1 min readঝিনাইদহ নিউজ: ঝিনাইদহের কোটচাঁদপুর থানা পুলিশ রবিবার দিবাগত রাতে এলাকার সন্ত্রাসী ডাকাত সর্দার তরিকুল ইসলাম (৩৫) কে পুলিশ গ্রেপ্তার করেছে। এ খবর ছড়িয়ে পড়লে বেশ কয়েকটি এলাকায় মিষ্টি বিতরণ করেছে ভুক্তভোগী এলাকাবাসী।
কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক (তদন্ত) ইমরান আলম, এসআই নিরব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের বলুহর বাসস্ট্যান্ডের একটি গ্যারেজে হানা দিয়ে ডাকাত সর্দার তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেন। তরিকুল এ সময় তার আরেক সঙ্গীর জন্য সেখানে অপেক্ষা করছিল। তরিকুল বেশ কিছুদিন ধরে গ্রেপ্তার এড়াতে পলাতক জীবন যাপন করছিল।
পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমরান আলম জানান, গ্রেপ্তারকৃত তরিকুল উপজেলার বলুহর গ্রামের বিষারত আলি মণ্ডলের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি, চুরি, ছিনতাই, অপহরণসহ কোটচাঁদপুর থানা ৭টি মামলা রয়েছে। এ ছাড়াও এলাকায় আরো কয়েকটি ডাকাতি সঙ্গে তার সংশ্লিষ্টতা থাকতে পারে।
সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়েছে।