ঝিনাইদহে সাংবাদিকদের মিলনমেলা
1 min readঝিনাইদহ নিউজ:
সাংবাদিকদের সম্মানে ঝিনাইদহ জেলা পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । শনিবার জেলা পরিষদ হলরুমে এই ইফতারের আয়োজন করা হয় । ইফতার মাহফিল জেলার সাংবাদিকদের মিলন মেলায় পরিনত হয় ।
ঝিনাইদহ প্রেসক্লাব, ঝিনাইদহ জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ, প্রিন্ট, ইলেকট্রনিকস, অনলাইন সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অর্ধশতাধিক সংবাদকর্মী জেলা পরিষদের এই ইফতার মাহফিলে যোগ দেয় । জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস ও জেলা পরিষদ সচিব রেজাই রাফিন সরকার সাংবাদিক নেতৃবৃন্দ সহ সকল সংবাদকর্মী কে ইফতার আয়োজনে যোগ দেয়ায় উষ্ণ অভ্যর্থনা জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন । জেলা পরিষদ চেয়ারম্যান সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, জেলার সকল সংবাদকর্মী ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেয়ায় সাংবাদিকদের মধ্যে সৌহার্দ-সম্প্রিতি বৃদ্ধি পাবে ।
এসময় ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম.রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, সিনিয়র সাংবাদিক নিজাম জোয়ার্দ্দার বাবলু, সাংবাদিক মিজানুর রহমান, সাংবাদিক শেখ সেলিম, দেলোয়ার কবির সহ জেলায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন ।