ঝিনাইদহে সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় ৩ শিক্ষক ও ২ পরীক্ষার্থী বহিষ্কার
1 min readঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসাই বৃহস্পতিবার এস এস সি পরীক্ষা চলাকালে ৩ শিক্ষক ও ২ পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। এসময় পরীক্ষা চলাকালে পরিদর্শক হিসেবে দায়িত্ব পালনে অবহেলা ও মোবাইল ফোন বহন করার জন্য তিনজন শিক্ষককে বহিষ্কার করা হয়। এছাড়া দুইজন পরীক্ষার্থীকে নকলসহ হাতেনাতে আটক করে বহিষ্কার করা হয়।
বহিষ্কার শিক্ষকেরা হলেন উত্তর কাষ্টসাগরা সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক সাজ্জাদ হোসেন, হলিধানী আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ রেজাউল ইসলাম ও হাটগোপালপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষিকা সাবিনা খাতুন।
ঝিনাইদহ জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী জানান, বৃহস্পতিবার সকালে ফিকহ ও উসুলুল ফিকহ্ পরীক্ষা চলাকালে গাড়ী গেটের বাইরে রেখে অতর্কিত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার কেন্দ্রের বিভিন্ন কক্ষে পর্যবেক্ষণ করতে গেলে একটি কক্ষে দুইজন পরীক্ষার্থীকে নকল হস্তান্তর করার সময় হাতেনাতে ধরে বহিষ্কার করার নির্দেশ দেন।
এছাড়া শিক্ষক বহিস্কারের বিষয়ে তিনি আরো জানান, ঐ কক্ষের শিক্ষকদের মোবাইল ফোন বহন ও ব্যবহার করাসহ দায়িত্বে অবহেলার জন্য বহিষ্কার করা হয়।