Mon. Dec 30th, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

ঝিনাইদহে স্ট্রেবেরী চাষে স্বপনের সাফল্য

1 min read
ঝিনাইদহে স্ট্রেবেরী চাষে স্বপনের সাফল্য

ঝিনাইদহে স্ট্রেবেরী চাষে স্বপনের সাফল্য

ঝিনাইদহে স্ট্রেবেরী চাষে স্বপনের সাফল্য
ঝিনাইদহে স্ট্রেবেরী চাষে স্বপনের সাফল্য

ঝিনাইদহের কালীগঞ্জে স্টোবেরী চাষ করে আশরাফ হোসেন স্বপন নামের এক যুবক ব্যাপক সাফল্য পেয়েছে। প্রতিদিন গড়ে ৩০ কেজি স্টোবেরী দেশের বিভিন্ন বাজারে সরবারাহ করছে। যা থেকে সে এই মৌসুমে প্রায় ৬ লাখ টাকা লাভ করবে সে । স্বপন উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মো: নুরুল আমীন এর ছেলে।
স্টোবেরী চাষী স্বপন জানান, মুলত তিনি একজন কৃষক। এলাকায় তিনি ফুল চাষী হিসেবেই পরিচিত । ফুল চাষের পাশাপাশি তিনি ২০১৩ সালে পরীক্ষামুলক ভাবে নিজের জমিতে স্টোবেরী চাষ করে। প্রথম বছর তেমন ফলন না ফেলেও প্রায় ১৫ হাজার চারা উৎপাদন করেন। ২০১৪ সালের অক্টোবর-নভেম্বর মাসে নিজের ২ বিঘা ৫ কাটা জমিতে ৯ হাজার স্টোবেরী ফলের চারা লাগান। এ পর্যন্ত তার ২ বিঘা জমিতে স্টোবেরী লাগাতে ৮০ হাজার টাকা খরচ হয়েছে। স্বপন জানান, ঝিনাইদহের আবহাওয়ায় স্টোবেরী বেশ ভালই ফলন দিচ্ছে। এই ফল গাছ লাগানোর ২ মাসের মধ্যেই ফল পাওয়া যায়। তিনি প্রথমে প্রায় ৫ হাজার চারা লাগান। যেগুলোতে ফল ধরতে শুরু করেছে। বাকি ৪ হাজার গাছে ফুল ধরেছে। প্রতিদিন তিনি ৩০ থেকে ৩৫ কেজি স্টোবেরী তুলছেন। প্রতিকেজি ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি দরে যশোরের চৌগাছা, মহেশপুর,ঝিনাইদহ,কোটচাদপুরের ব্যবসায়ীরা ক্রয় করে নিয়ে যাচ্ছেন জমি থেকেই। স্বপন জানান, একটি স্টোবেরী গাছ থেকে ২ মাসে ফল ভাল ধরলে ২ কেজি ফল পাওয়া সম্ভব। তিনি আশা করছেন তার ক্ষেত থেকে প্রতি গাছে ১কেজি ৫শ গ্রাম স্টোবেরী সংগ্রহ করবেন। ঝিনাইদহে বাণিজ্যিক ভিত্তিকে স্টোবেরী চাষ স্বপনই প্রথম। তিনি এবার প্রায় ৬ হাজার চারা ১২ টাকা দরে বিক্রি করেছেন। যা থেকে আয় হয়েছে ৬২ হাজার টাকা। এ মৌসুমে তার ক্ষেত থেকে খরচ বাদে প্রায় ৫ লক্ষ টাকা আয় করবেন বলে তিনি আশা করছেন। আগামীতে আরো কয়েক বিঘা জমিতে তিনি এই স্টোবেরী চাষ করবেন বলে জানান।

কালীগঞ্জ উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো: সহিদুল ইসলাম জানান, ঝিনাইদহের কালীগঞ্জে একই সাথে ২ বিঘা ৫ কাটা জমিতে স্টোবেরী চাষ এই প্রথম। স্বপনের স্টোবেরী চাষের কথা শুনে এলাকার অনেক মানুষ তার ক্ষেত দেখতে যাচ্ছেন প্রতিদিন। এছাড়াও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোশাররফ হোসেন স্বপনের ক্ষেত পরিদর্শণ করেছেন। কৃষি অফিস থেকে সার্বিক পরামর্শ প্রদান করা হচ্ছে তাকে। তিনি আরো বলেন, স্বপনের দেখাদেখি কালীগঞ্জের অনেক কৃষক-কৃষানী স্বল্প পরিশরে স্টোবেরী চাষ শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *