ঝিনাইদহে স্বপ্নসিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার ঈদ সামগ্রী বিতরণ
1 min readঝিনাইদহ নিউজ:
ঝিনাইদহে স্বপ্নসিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে স্বপ্নসিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে অসহায় হতদরিদ্র ছিন্নমূল মানুষের মাঝে এ ঈদ এ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল লতিফ শেখ, সমাজ সেবা অধিদপ্তর হিসাব রক্ষক সাধন কুমার সিংহ, স্বপ্নসিঁড়ি সমাজ কল্যান সংস্থার নির্বাহী পরিচালক রুবেল পারভেজ, সভাপতি জাহাঙ্গীর আলম, সদস্য সবুজ হোসেন। বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ, ঝিনাইদহ জেলা শাখার যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, তথ্য ও যোগাযোগ সম্পাদক নয়ন হোসেনসহ নবনাট্য সংঘের নাট্য বন্ধুরা।