ঝিনাইদহে হরিণাকুণ্ডুতে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

ঝিনাইদহে হরিণাকুণ্ডুতে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় নিখোঁজ হওয়ার চারদিন পর জোবায়ের হোসেন (০৭) নামে এক স্কুলছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার সাবেক নিন্তানান্দপুর গ্রামের মসজিদের পাশের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত জোবায়ের ওই গ্রামের মধু সর্দারের ছেলে।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাতাব উদ্দিন জানান, বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ১১টার দিকে নিখোঁজ হয় জোবায়ের। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ওইদিন পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। আজ রোববার দুপুরে মসজিদের পাশের ডোবায় লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।