Sun. Dec 22nd, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

ঝিনাইদহে ৩দিনের লোক সঙ্গীত বাউলের হাট উদ্বোধন 

1 min read

ঝিনাইদহে ৩দিনের লোক সঙ্গীত বাউলের হাট উদ্বোধন 

ঝিনাইদহে ৩দিনের লোক সঙ্গীত বাউলের হাট উদ্বোধন 
ঝিনাইদহে ৩দিনের লোক সঙ্গীত বাউলের হাট উদ্বোধন
 
ঝিনাইদহে ব্যাপক আয়োজনে শুক্রুবার (১৭ই ফেব্রুয়ারী) সন্ধায় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহীদমিনার পৃাঙ্গনে উদ্বোধন হল লোক সঙ্গীত বাউলের হাট। এ অনুষ্ঠান লোক সঙ্গীত বাউলের হাট চলবে ১৭,১৮,১৯শে ফেব্রুয়ারী ২০১৭ইং থেকে তিনদিন।
 
এ অনুষ্ঠানে ঝিনাইদহ পৌর মেয়র জনাব সাইদুল করিম মিন্টুর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠনে প্রধান অতিথী ছিলেন খুলনা রেঞ্জের সম্মানীত ডিআইজি এস এম মনিরুজ্জামান, উৎসবের উদ্বোধন করলেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব্য বাংলাদেশ গ্রাম থিয়েটার সভাপতি জনাব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, বিশেষ অতিথী ছিলেন প্রিয়ংকা কালচারাল ইনিষ্টিটিউটের চেয়ারম্যান জনাব সাইদুর রহমান স্বজল, বিশেষ অতিথী ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারন সম্পাদক জনাব তৌফিক হাসান ময়না,
ঝিনাইদহে ফকির লালন শাহ, মরমী কবি পাগলা কানাই, সিরাজ শাহ্, বাউল দুদ্দু শাহ্, গাজী-কালু-চম্পাবতী, বাঘা যতীন, বীরশ্রেষ্ট হামিদুর রহমান, কে.পি.বসু, ইলা মিত্র, কবি গোলাম মোস্তফা প্রমুখ গুনীজন সমৃদ্ধ ইতিহাসের স্মরণীয় ব্যাক্তিদের তীর্থ জন্মস্থান।
ইতিমধ্যে ঝিনাইদহ জেলা একটি আদর্শ ও ঐতিহ্যবাহী জেলা হিসাবে সারাদেশে পরিচিতি অর্জন করেছে।
 
এ সমস্ত বাউল সাধক ও কীর্তিমান ব্যাক্তিদের স্মরণে ঝিনাইদহ জেলার হাজার বছরের লোকঐতিহ্যকে সমুন্নত রাখার লক্ষ্যে বাংলাদেশ গ্রাম থিয়েটারের সংগঠন ঝিনাইদহ থিয়েটার, ভোর হলো এবং লালন পরিষদের আয়োজনে ১৭,১৮,১৯শে ফেব্রুয়ারী ৩দিন ব্যাপী বাউল হাট নামে লোকজ সাংস্কৃতিক উৎসব চলবে।
 
এ অনুষ্ঠানে প্রতিদিন মরমী কবি পাগলা কানাই এর জারীগান, কবি গান, লাঠি খেলা, বাউলদের ভাব সঙ্গীত, অষ্টক পালা, গম্ভীরা, লোক নাটক, লোক পালা, গাজীর গান ইত্যাদি প্রদর্শিত হবে। প্রতদিনি বিকাল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠান চলবে।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *