Sun. Dec 22nd, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

ঝিনাইদহে ৪০ ভরি স্বর্ণসহ একজন আটক প্রাইভেট কার জব্দ

1 min read
ঝিনাইদহে ৪০ ভরি স্বর্ণসহ একজন আটক প্রাইভেট কার জব্দ

ঝিনাইদহে ৪০ ভরি স্বর্ণসহ একজন আটক প্রাইভেট কার জব্দ

ঝিনাইদহে ৪০ ভরি স্বর্ণসহ একজন আটক প্রাইভেট কার জব্দ
ঝিনাইদহে ৪০ ভরি স্বর্ণসহ একজন আটক প্রাইভেট কার জব্দ

ঝিনাইদহে ৪০ ভরি স্বর্ণসহ ১ জনকে আটক করেছে পুলিশ। এসময় জব্দ একটি প্রাইভেট কার করা হয়েছে। শুক্রবার দুপুরে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পোড়াহাটি এলাকা থেকে এ স্বর্ণ আটক করা হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ঢাকা থেকে প্রাইভেটকার যোগে স্বর্ণ চোরাচালানিরা ভারতে স্বর্ণ পাচার করছে। এমন সংবাদের ভিত্তিতে সদর থানার এস আই পিন্টু লাল দাস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি এলাকা থেকে একটি প্রাইভেটকারসহ শ্রীকান্ত পাল নামের একজনকে আটক করা হয়। পরে প্রাইভেট কারটি তল্লাসী করে ৪০ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। আটককৃত শ্রীকান্ত পাল মুন্সীগঞ্জ জেলার বাসাইল গ্রামের সুব্রত পালের ছেলে। ঢাকা তাতীবাজার থেকে স্বর্ণ এনে ভারতে পাচার করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

 

তারেক মাহমুদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *