ঝিনাইদহে ৮ দিন ব্যাপী সৌখিন যাত্রা উৎসব শুরু
1 min read“অশ্লীলতার বিরুদ্ধে নির্মল যাত্রা” এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে শুরু হয়েছে ৮ দিন ব্যাপী সৌখিন যাত্রা উৎসব।ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে সোমবার রাতে শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করে জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।
ঝিনাইদহ জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিন জানান, যাত্রাপালা বাঙালি সংস্কৃতির একটি ঐতিহ্যবাহী ধারা। বিভিন্ন বিন্যাসে ও আঙ্গিকে যুগ যুগ ধরে যাত্রাপালা লোকায়ত জীবনকে আনন্দ দিয়ে আসছে। আকাশ সংস্কৃতির প্রভাবে সেই যাত্রাপালা আজ বিলুপ্তির পথে।
দেশের বিভিন্ন স্থানে যাত্রাপালার নামে চলছে নগ্নতা। যাত্রাপালা মানেই যে নগ্নতা নয়, এটি বাংলাদেশের একটি শক্তিশালী গণমাধ্যম। অনুন্নত সমাজে এক একটি যাত্রাদল ভ্রাম্যমাণ বিদ্যালয়ের ভুমিকা পালন করে। সেই ধারণা বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতেই এই আয়োজন।
যাত্রাপালার উদ্বোধনী দিনে সোমবার ঝিনাইদহ বামনাইল উদয়ন নাট্যগোষ্ঠীর আয়োজনে পরিবেশিত হয় যাত্রা “একটি পয়সা”আগামাী ১৭ জানুয়ারী অনিকেত যাত্রাশিল্পী সংসদের “বাংলার মহানায়ক” যাত্রাপালা পরিবেশনের মধ্যে দিয়ে শেষ হবে এ আয়োজন।