ঝিনাইদহ খালিশপুর ৫৮ বিজিবির চোরাচালান বিরোধী অভিযান
1 min readপ্রেসবিজ্ঞপ্তি
সোমবার ২৮ আগস্ট ২০১৭ তারিখ সকাল ১১টা ৩০ মিনিটের সময় ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বাঘাডাংগা বিওপি’র টহল দল কর্তৃক সীমান্ত পিলার ৬০/৪৫–আর হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাংগা তাহেরের টেক হতে ০১ জন ধৃত আসামী মোঃ মতিউর রহমান(৪০), পিতা–মোঃ আজিজুল মন্ডল (গোটু), গ্রাম–বাঘাডাংগা পশ্চিমপাড়া, পোস্ট–নেপা, থানা–মহেশপুর, জেলা–ঝিনাইদহকে ভারতীয় ২৭ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। আটককৃত আসামীকে মাদক দ্রব্যসহ মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। উক্ত কাজের সাথে সংশ্লিষ্ট আরও ০২ জন পলাতক আসামীকে এই মামলার সাথে সংশ্লিষ্ট করে মামলা করা হয়েছে।