ঝিনাইদহ জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা
1 min readতরুণ নেতৃত্বকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঝিনাইদহ জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ। মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানানো হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মামুন অর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এ কমিটির অনুমোদন দেন।
৮ সদস্যের নতুন কমিটিতে সৌমেনুজ্জামান সৌমেন সভাপতি, মুশফিকুর রহমান মানিক সাধারণ সম্পাদক ও সাইদুর রহমান শাহেদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্য নেতারা হলেন- সিনিয়র সহ-সভাপতি মিরাজুল ইসলাম মিরাজ , সহ-সভাপতি শাহিন মুন্সী ও মেহেদী হাসান, যুগ্ম সম্পাদক মাহাবুব আলম মিলু ও বাবলুর রহমান।
নবনির্বাচিত এই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে জেলা সংসদের অধীনস্থ সকল ইউনিট কমিটি গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে।