ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনের ভোট গণনা শুরু
1 min readঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চললেও কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোট গ্রহন শেষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে ফলাফল।
প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাওয়া জেলা পরিষদ নির্বাচনে ঝিনাইদহে জেলা পরিষদের চেয়ারম্যান পদে ৩ জন, সাধারন সদস্য পদে ৬১ জন এবং সংরক্ষিত(মহিলা) সদস্য পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছে।
১৫ টি ভোট কেন্দ্রের মাধ্যমে ৯৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এরমধ্যে পুরুষ ভোটার ৭২০ জন এবং নারী ভোটার ২১৮ জন। ভোট কেন্দ্র রয়েছে সদর উপজেলায় ৪ টি, শৈলকুপায় ৩ টি, হরিনাকুন্ডুতে ২ টি, কালীগঞ্জে ২ টি, কোটচাদপুরে ১ টি এবং মহেশপুরে ৩ টি।