ঝিনাইদহ জেলা প্রশাসক মহাদয়ের নেতৃত্বে মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত দুঃস্থ মানুষের মাঝে প্রধান মন্ত্রীর খাদ্য উপহারের কার্ড বিতরন করেন
1 min readঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ নাথ মহাদয়ের নেতৃত্বে সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত দুঃস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য উপহারের কার্ড বিতরন করেছে। শনিবার সারাদিন ব্যাপি ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ায় নিজ কার্যালয়ের সামনে অসংখ্য পরিবারের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে সরকারী রিলিফ এর কার্ড বিতরন করেন। এ সময় সুশিল সমাজের মানুষ ও সাংবাদিকরা উপস্থিত ছিলো।
মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের কার্ড দুঃস্থ মানুষের মাঝে বিতরন করছি, যতদিন করোনা ভাইরাসের এই পাদৃরভাব থাকবে ততদিন এইভাবে দুঃস্থ মানুষের সাহায্য করে যেতে চাই।
কার্ড বিতরন শেষে পুরাতন ডিসি কোর্ট চত্তরে এই খাদ্য বিতরন করা হয়। সে সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ নাথ মহাদয়, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। সরকারী খাদ্য সামগ্রী উপহার পেয়ে দুঃস্থ, অসহায়, কর্মহীন খেটে খাওয়া মানুষ খুশি হয়েছেন।
আলিফ আবেদীন গুঞ্জন,ঝিনাইদহ নিউজ