Sun. Dec 22nd, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

ঝিনাইদহ জেলা বিএনপি’র ডাকে আগামীকাল আধাবেলা হরতাল

1 min read
ঝিনাইদহ জেলা বিএনপি'র ডাকে আগামীকাল আধাবেলা হরতাল

ঝিনাইদহ জেলা বিএনপি'র ডাকে আগামীকাল আধাবেলা হরতাল

জামায়াতের হরতালের প্রভাঝিনাইদহ জেলা বিএনপি'র ডাকে আগামীকাল আধাবেলা হরতালব নেই ঝিনাইদহে
ঝিনাইদহ জেলা বিএনপি’র ডাকে আগামীকাল আধাবেলা হরতাল

আগামীকাল বৃহস্পতিবার আধাবেলা হরতালের ডাক দিয়েছে ঝিনাইদহ জেলা বিএনপি। ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মসিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাজার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বুধবার দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মালেক এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে আবদুল মালেক বলেন, সম্পূর্ণ রাজনৈতিক মামলায় মসিউর রহমানকে সাজা দেয়া হয়েছে। জনপ্রিয় নেতাদের আগামী নির্বাচনে অযোগ্য ঘোষণার ষড়যন্ত্রের অংশ হিসেবে এই মামলার সাজা দেয়া হয়েছে। রায়ের প্রতিবাদে বৃহস্পতিবার ঝিনাইদহে আধাবেলা হরতাল কর্মসূচি পালিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- যশোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদা, সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর নগর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চুসহ ঝিনাইদহ জেলা বিএনপির নেতৃবৃন্দ।

এদিকে, বুধবার সকালে দুদকের মামলার দুটি ধারায় কারাদণ্ড, জরিমানা ও অবৈধভাবে অর্জিত সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেয় আদালত।

এর মধ্যে ২৬ (২) ধারায় তথ্য গোপনের অভিযোগ তিন বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং ২৭ (১) ধারায় সাত বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা। অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।

এছাড়া ১০ কোটি ৫ লাখ ৬৯ হাজার ৩৩০ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেয় আদালত। বুধবার যশোরের স্পেশাল জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ আদেশ দেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) যশোরের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. সিরাজুল ইসলাম বলেন, সাবেক এমপি মসিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত সর্বোচ্চ শাস্তির রায় দিয়েছেন। রায় ঘোষণার পর সাবেক এমপি মসিউর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *