ঝিনাইদহ নুর আলম হত্যা মামলার আসামী গ্রেফতার
1 min readঝিনাইদহ শহরের মোল্লাপাড়ায় নুর আলম হত্যা মামলার আসামী রকিবুল ইসলাম রনি (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার সকালে সদর উপজেলার ধানহাড়ীয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের আবুল কালাম খাঁর ছেলে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার কমান্ডার মেজর মনির আহমেদ জানান, ঝিনাইদহ শহরের মোল্লাপাড়ায় নুর আলম নামে এক যুবক খুন হয়। এ ঘটনায় নিহতের পিতা হারুন অর রশিদ বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। সেই মামলায় আজ সকালে অভিযান চালিয়ে রকিবুল ইসলাম রনিকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যা কান্ডে অংশ নেওয়ার কথা স্বীকার করেছে রনি। মাদক বিক্রি টাকা ভাগাভাগি নিয়ে এ হত্যার ঘটনা ঘটেছে বলে জানায় র্যাব।
উল্লেখ্য- বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে ঝিনাইদহ শহরের মোল্লাপাড়ার একটি নির্মাণাধীন ভবনথেকে নুর আলম (২৫) নামের ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নুর আলম মাগুরা সদর উপজেলার শিবরামপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে।