ঝিনাইদহ পিটিআই কে ২০১৮ সালে বাংলাদেশের শ্রেষ্ঠ পিটিআই হিসাবে গড়ে তুলতে চাই
1 min readঝিনাইদহ পিটিআই কে ২০১৮ সালে বাংলাদেশের শ্রেষ্ঠ পিটিআই হিসাবে গড়ে তুলতে চাই কথা গুলি বলেছেন ঝিনাইদহ জেলা পিটিআই সুপারিনটেনডেন্ট মোঃ আতিয়ার রহমান। গতকাল ঝিনাইদহ পিটিআই এর আয়োজনে ঝিনাইদহ পিটিআই এর ২০১৭-১৮ শিক্ষা বর্ষের বিপিএড শিক্ষক শিক্ষার্থীদের সাথে পেষাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বললেন।
ঝিনাইদহ পি টি আই হবে একটি মডেল পি টি আই যাহা দেখে দেশের অন্যান্য পি টি আই গুলি শিক্ষা নেবে। সেই লক্ষে আমি সারা দিন পরিশ্রম করে যাচ্ছি। এখানে যারা শিক্ষা নিতে এসেছেন তারা যাহাতে সকল বিষয়ে পরিপূর্ণ জ্ঞান লাভ করতে পারে সেই লক্ষে আমি অবিচল।
ঝিনাইদহ পিটিআই এর আয়োজনে ঝিনাইদহ পিটিআই এর ২০১৭-১৮ শিক্ষা বর্ষের বিপিএড শিক্ষক শিক্ষার্থীদের সাথে পেষাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক আলোচনা সভা ২৪ শে জানুয়ারি রোজ মঙ্গল বার বিকাল ৩ ঘটিকায় ঝিনাইদহ পিটিআই হল অডিট্রিয়ামে পিটিআই সুপারিনটেনডেন্ট মোঃ আতিয়ার রহমান সভাপতিত্বে ও সুবোধ কুমার রায়ের পরিচালনয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় চাকুরী বিধি লিগাল এইড, অপরাধ দেওয়ানি ফৌজদারি আইন বিয়রের উপর আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন ঝিনাইদহ বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট মোঃ জাকির হোসেন। তাহাছাড়া আরও আলোচনা করেন ঝিনাইদহ জেলার বিজ্ঞ যুগ্ন জেলা দায়রা জজ তাছলিম আরিফ ও মোঃ আব্দুল মতিন,সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্টেট এস এম মনিরুজ্জামান, ঝিনাইদহ জজ কোর্টের জি পি অ্যাডঃ সুবীর সমাদ্দার প্রমুখ। অনুষ্ঠানে ২৪০ জন শিক্ষক ও ৪০ জন কর্মচারী বৃন্দ উপস্থিত ছিল। অনুষ্ঠানে পিটিআই সুপারিনটেনডেন্ট মোঃ আতিয়ার রহমান প্রধান আলোচকের হাতে একটি বই তুলে দিয়ে তাকে অভিনন্দন জানান।