ঝিনাইদহ পুলিশের সাথে কথিত বন্দুক যুদ্ধে নিহত ২, ৩ পুলিশ আহত
1 min read
ঝিনাইদহ সদরের তেতুলবাড়িয়া নামক স্থানে পুলিশের সাথে কথিত বন্দুক যুদ্ধে ২ সন্ত্রাসী নিহত হয়েছে। এসময় পুলিশের এক এসআই ও দুই কনস্টেবল আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি, বোমা ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে গতরাত আড়াইটার দিকে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি টহল দল তেতুলতলা-নলডাঙ্গা সড়কে তেতুলবাড়িয়া নামক স্থানে পৌছালে সন্ত্রাসীরা পুলিশের গাড়ী লক্ষ করে ৪/৫ টি হাত বোমা ছুড়ে মারে ও বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পুলিশের আতœরক্ষার্থে পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে কমপক্ষে ২০ মিনিট গুলি বিনিময় হয়। বন্দুক যুদ্ধ শেষে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনা স্থল থেকে গুলিবিদ্ধ দুই সন্ত্রাসীর মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশের এক উপ-পরিদর্শক ও দুই কনস্টেবল আহত হয়। ঘটনাস্থল থেকে পুলিশ ১ টি দেশী পিস্তল, ২ রাউন্ড গুলি, ৫ টি বোমা ও ৬ টি ছোরা উদ্ধার করে।
এতে পুলিশের এস আই প্রবীর, সদস্য রাব্বি ও তরিকুল আহত হয়। আহত পুলিশ সদস্যদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি।