ঝিনাইদহ বিআরটিএ’র এডি বিলাস সরকার মারা গেছেন
1 min readঝিনাইদহ রোড টান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সহকারী পরিচালক বিলাস সরকার মারা গেছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তার বয়স হয়েছিল ৫৮ বছর। তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে। তার বাড়ি ফরিদপুর জেলায়।
ঝিনাইদহ বিআরটিএর কর্মচারী বাবুল হোসেন জানান, বেশ কয়েক দিন ধরে বিলাস সরকারের শরীর অসুস্থ ছিল। মঙ্গলবার রাতে তিনি ঝিনাইদহের সমতা ক্লিনিকে চিকিৎসকের কাছে যাওয়া উদ্দেশ্যে বের হন। রাস্তার মধ্যেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। দ্রæত তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ নাইম সিদ্দিকী তাকে মৃত ঘোষনা করেন। বুধবার ফরিদপুর তার নিজের গ্রামে অন্তষ্টিক্রিয়া সম্পন্ন হতে পারে বলে তিনি আরো জানান।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ নাইম সিদ্দিকী জানান, বিলাস সরকারকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি আগেই মারা গিয়েছিলেন।