Mon. Dec 30th, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

ঝিনাইদহ মহেশপুরে ১৩ মাদকসেবীর জেল-জরিমানা

1 min read
ঝিনাইদহ মহেশপুরে ১৩ মাদকসেবীর জেল-জরিমানা

ঝিনাইদহ মহেশপুরে ১৩ মাদকসেবীর জেল-জরিমানা

ঝিনাইদহ মহেশপুরে ১৩ মাদকসেবীর জেল-জরিমানা
ঝিনাইদহ মহেশপুরে ১৩ মাদকসেবীর জেল-জরিমানা

ঝিনাইদহে মহেশপুরে ১৩ মাদক সেবীকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা দিয়েছে মোবাইল কোর্ট।

সোমবার রাতে এ অভিযান চালানো হয়। দন্ডিতরা হলো-মহেশপুর উপজেলার আব্দুস সাত্তারের ছেলে সামাউল (৪৫), খুলনার কয়রা উপজেলার ফতেকাটি গ্রামের মোহাম্মদ সর্দারের আজিজুল হক (২৭), মহেশপুর উপজেলার পরামন্দপু গ্রামের হবিবুর রহমানের ছেলে রিংকু (২৪), হাটখালিশপুরের মাইন উদ্দিনের ছেলে মেজবাউল (২৮), শ্যামল কুমারের ছেলে দয়াল (২৭), মকবুল হোসেনের ছেলে রোকন (৩৫), আব্দুল খালেকের ছেলে আবু তালেব (৫৫), গোয়াল হুদা গ্রামের ভাটাই শেখের ছেলে ঝন্টু (২৪), কন্ঠ কুমারের ছেলে পরিতোষ (৩০) ও নিরঞ্জনের ছেলে বিনয়। পুলিশ জানান, মাদক সেবন করা অবস্থায় মহেশপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে ১০ জনকে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) হাফিজ আল আদাস এর নেতৃত্বে মোবাইল কোর্ট বসিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন ১৯৯০ এর ৭ এর (ক) ধারা মোতাবেক প্রত্যেককে ৬ মাসকরে বিনাশ্রম কারাদন্ড প্রদাণ করে।
এছাড়া ঝিনাইদহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোশারফ হোসেন পুলিশ ও বিজিবি নিয়ে টাস্কফোর্সের মাধ্যমে মহেশপুর উপজেলার লড়াই ঘাট গ্রামে অভিযান চালায়। সেসময় ওই গ্রামের আলী আজম খান এর ছেলে ফারুক খান (৫৫), চুয়াডাঙ্গা জেলার জীবন নগর উপজেলার ধান্যখোলা গ্রামের মিজান মন্ডল (৪০) ও মহেশপুর উপজেলার সরতপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে নুরুল ইসলাম (৫৮) কে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে মহেশপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজ আল আসাদ এর নেতৃত্বে মোবাইল কোর্ট বসিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ এর ৭ এর (ক) ও ৯ এর (ক) ধারা মোতাবেক ফারুক খান ও মিজান মন্ডলকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং নুরুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। মহেশপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজ আল আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *