ঝিনাইদহ শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২
1 min read
ঝিনাইদহে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২ জন। সকালে উপজেলার চাঁদপুর নামক স্থানে মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে ১ জন নিহত হয়েছে।
আহত হয়েছে আরও ২ জন। পুলিশ জানায়, সকালে ঝিনাইদহ থেকে মোটর সাইকেল যোগে ৩ জন যাত্রী কুষ্টিয়া যাচ্ছিল।
পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চাঁদপুর নামক স্থানে পৌছালে মোটর সাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এতে ৩ জন গুরুতর আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রকিবুল ইসলাম নামের একজনকে মৃত বলে ঘোষণা করে। গতকাল শৈলকুপার আমতলায় অন্য একটি সড়ক দুরর্ঘটনায় আহত ব্যক্তি ঝিনাইদহ সদর হাসপাতালে আজ সকালে মারা যায়।