ঝিনাইদহ সদর থেকে দুই মাদক ব্যবসায়ী আটক
1 min read
ঝিনাইদহ সদর হামদহ খন্দকার পাড়া থেকে মাদকদ্রব্য, নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন- বাজারপাড়ার বাঘাজতিন সড়কের মৃত রহমত বক্স হাওলাদারের ছেলে কাইয়ুম (৩৫) ও আরাপপুর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে মো: রাজু (২৫)। বুধবার রাতে তাদের আটক করা হয়।
ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর মনির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঐ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩৬ হাজার ৭শ’ ৫০টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মাশলা করে সদর থানায় সোপর্দ করা হয়েছে।