ঝিনাইদহ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন ছাত্রীদের পূন:র্মিলনী-২০১৭
1 min readআজ ঝিনাইদহ পেক্লাব মিলনয়তনে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন ছাত্রীদের পূন:র্মিলনী-২০১৭ শীর্ষক সংবাদ সমেম্লন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রাক্তন ছাত্রী শারমিন জোয়ারদার ম্যাডোনা জানান, ঝিনাইদহ শহরের ঐতিহ্যবাহী স্কুল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন ছাত্রীদের পূন:র্মিলনী-২০১৭ আগামী রোজার ঈদের ৩য় দিন অনুষ্ঠিত হবে। ১৯৫৭ থেকে ২০১৭ সালের সকল প্রাক্তন ছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাবে। আগামী ১ মার্চ ২০১৭ থেকে ৩০ মে ২০১৭ পর্যন্ত রেজিষ্ট্রেশন করা যাবে।
তিনি আরও জানান, ফোনে যোগাযোগের মাধ্যমে : ০১৭৯৯ ৯২৬২৭৪।
তিনি আরও জানান, রেজিষ্ট্রেশন ফি : ১৯৫৭ থেকে ২০০৫ এর ছাত্রীদের ১ হাজার টাকা, ২০০৬ থেকে ২০১০ এর ছাত্রীদের ৮শ’ টাকা, ২০১১ থেকে ২০১৭ এর ছাত্রীদের ৬শ’ টাকা এছাড়াও ফ্যামিলি প্যাকেজ : ১ হাজার ৫শ’ টাকা (২জন সদস্য)