ঝিনাইদহ হরিণাকুন্ডুতে বিভিন্ন অনুষ্ঠানে ব্যস্ত সময় অতিবাহিত করলেন জেলা প্রশাসক
1 min read
ঝিনাইদহ হরিণাকুন্ডুতে বিভিন্ন অনুষ্ঠানে ব্যস্ত সময় অতিবাহিত করলেন জেলা প্রশাসক

ঝিনাইদহের হরিণাকু-ুতে বৃহস্পতিবার দুপুর থেকে দিনভর বিভিন্ন কর্মসূচীতে ব্যস্ত সময় অতিবাহিত করেছেন ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। তিনি বৃহস্পতিবার দুপুরে হরিণাকু-ু থানা পরিদর্শন করেন। এসময় তিনি থানার সকল কর্মকর্তাদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ে মত বিনিময় করেন। বিকাল ৩টায় উপজেলা একটি বাড়ি একটি খামার প্রকল্পের কার্যালয় উদ্বোধন করেন। এছাড়াও তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন। এ সময় তিনি প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে জনগনের সেবার মানসিকতা নিয়ে ও দুর্নিতীর উর্দ্ধে থেকে কাজ করার জন্য আহবান জানান। এসব অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন, সহকারী কমিশনার (ভূমি) দিলারা রহমান, হরিণাকু-ু থানার ওসি মাহাতাব উদ্দিন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।