হরিনাকুন্ডুতে পবিত্র ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত
1 min read
ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলায় সৌদি আরবের সাথে মিল রেখে ১০ গ্রামের ৫২ জন মুসল্লী পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেছেন।
সোমবার সকাল ৮টায় হরিনাকুন্ডু উপজেলা শহরের পাশে দুলদুল মিয়ার ধানের চাঁতালে এ নামাজ অনুষ্ঠিত হয়।নামাজে ইমামতি করেন মাওলানা আসাদুজ্জামান।
গত কয়েক বছর ধরে তারা সৌদি আরবের সাথে মির রেখে ঈদের নামাজ পড়ে থাকে।গত ঈদুল ফিতরের নামাজ ও দুলদুল মিয়ার চাতালে পড়েছিল। এবার ও ঠিক একই স্থানে নামাজ পড়েছেন।তারা গরু ছাগল কোরবানি ও দিয়েছেন।