ঝিনাইদহ ৫৮ বিজিবি, খালিশপুর, এর চোরাচালান বিরোধী অভিযান
1 min readঝিনাইদহ ৫৮ বিজিবি, খালিশপুর, এর চোরাচালান বিরোধী অভিযান গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ০৫ মার্চ ২০১৭ তারিখ রাত ৭টা ৪৫মিনিট এর সময় ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর অধীনন্থ খোসালপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবু তাহের এর নেতৃত্বে টহলদল কর্তৃক ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মেইন পিলার-৬০/৯৩-আর হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোসালপুর মাঠ নামক স্থান হতে মালিক বিহীন অবস্থায় ১৫ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় মদের আনুমানিক মূল্য-২২,৫০০/- (বাইশ হাজার পাঁচশত) টাকা মাত্র।