টঙ্গীতে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা
1 min readঝিনাইদহ নিউজ: গাজীপুরের টঙ্গীতে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম শুভ আহম্মেদ (১৫)।
রোববার দিবাগত রাত ২টার দিকে বিসিক ফকির মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শুভ স্থানীয় ফিউচার মেথ স্কুলের ৯ম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। শুভ পরিবারের সঙ্গে ফকির মার্কেট এলাকার হোসেন মিয়ার ভাড়াবাড়িতে থাকত। সে টাঙ্গাইল জেলার গোপালপুর থানার বড়কুমলী গ্রামের রাজু মিয়ার ছেলে।
জানা যায়, দিবাগত রাত ২টার দিকে বিসিকের শাখা রাস্তায় শুভকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
টঙ্গী পূর্ব থানা পুলিশের উপপুলিশ পরিদর্শক আবদুস সালাম নিহতের মরদেহটি উদ্ধার করে গাজীপুর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
নিহতের রাজু মিয়া জানান, রোববার রাত ৯টার দিকে মাথার চুল কাটানোর কথা বলে সেলুনে যায় শুভ। অনেক রাতেও সে ফিরে না আসায় শুভর মোবাইল ফোনে কল করলে থানা পুলিশ পরিচয়ে ফোন ধরে তার মৃত্যুর খবর জানানো হয়।
তবে এ হত্যাকাণ্ড সম্পর্কে কিছুই জানাতে পারেনি নিহতের পরিবারের স্বজনরা।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানা পুলিশের ওসি মো. কামাল হোসেন বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।