ডিজিটাল উদ্ভাবনী মেলায় নেটিজেন আইটির সফটওয়্যার সামগ্রী
1 min read
ডিজিটাল উদ্ভাবনী মেলায় নেটিজেন আইটির সফটওয়্যার সামগ্রী

ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্ট চত্বরে জেলা প্রশাসন আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলায় বেসরকারি সফটওয়্যার প্রদর্শকদের মধ্যে ২য় স্থান দখল করে নিয়েছে নেটিজেন আইটি লিমিটেড ঝিনাইদহ। এ মেলায় নেটিজেন আইটি তাদের নিজেদের তৈরী এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার দর্শকদের সামনে তুলে ধরেন।
নেটিজেন আইটির তরফ থেকে জানানো হয়, তাদের প্রদর্শিত সফটওয়্যারের মধ্যে ছিলো এডুমন স্কুল কলেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার ও বিজয় ইন্টারএ্যাকটিভ মাল্টিমিডিয়া সফটওয়্যার। এছাড়াও তাদের বিশেষ উপস্থাপনা হিসাবে ছিল শিশুদের জন্য জাতিয় শিক্ষা কারিকুলামের সকল বই সম্বলিত শিক্ষামূলক সফটওয়্যার।