ডেঙ্গু মশা নিধনে মাঠে ঝিনাইদহ জেলা পরিষদ
1 min readঝিনাইদহ নিউজ: রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। প্রতিদিনই আক্রান্ত রোগীর সংখ্যা আগের সব রেকর্ড ভাঙছে।
ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাসের নির্দেশে ঝিনাইদহ পৌর এলাকার প্রায় সবগুলো ওয়ার্ড ও ঝিনাইদহ সদর হাসপাতালে মশক নিধন ওষুধ দেওয়া হয় এছাড়াও বাড়ি বাড়ি এ অভিযান পরিচালনা করা হয় এবং প্রতিদিন এ অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস।
এই অভিযান পরিচালনা করেন মধু বিশ্বাস ছাড়াও রাজু আহমেদ মিজান, পলাশ বিশ্বাস, মামুন, তারেক মাহামুদ জয়সহ আরো অনেকে।
উল্লেখ্য, ডেঙ্গু একটি ভাইরাস জনিত রোগ, যা ডেঙ্গু ভাইরাস দ্বারা আক্রান্ত এডিস মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। বছরের অন্যান্য সময় এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা কম থাকলেও বর্ষাকালে এই রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়।