Sun. Dec 22nd, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

ঢাবির ৫২ শিক্ষার্থী বহিষ্কার

1 min read

ঝিনাইদহ নিউজ ডেস্ক: পরীক্ষায় অসদুপায় অবলম্বনসহ বিভিন্ন অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়, অধিভুক্ত সাত কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ ও বিভিন্ন নার্সিং কলেজের ৫২জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। তবে বহিষ্কৃত শিক্ষার্থীদের তালিকা এখনো প্রকাশ করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় পপুলেশন সায়েন্সেস বিভাগের একজন শিক্ষককে পরীক্ষা সংক্রান্ত কাজে আরও যত্মশীল থাকার তাগিদ দিয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া, বাংলাদেশ মেডিকেল কলেজের ২০১৭ সালের জুলাই মাসের ২য় পেশাগত এমবিবিএস পরীক্ষা কমিটির ৪ সদস্যকে তিন বছরের জন্য পরীক্ষা সংক্রান্ত সকল কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *