দারুণ খেলে প্রথমবার ফাইনাল জিতলো বাংলাদেশ
1 min readঝিনাইদহ নিউজ স্পোর্টস ডেক্স:
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশের সামনে টার্গেট ছিলো ২৪ ওভারে ২১০।
সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেনের দারুণ ব্যাটিংয়ে সাত বল ও পাঁচ উইকেট হাতে রেখেই জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ।
এর মাধ্যমেই এই প্রথম কোনো টুর্নামেন্ট বা বহুজাতিক সিরিজের শিরোপা জিতলো বাংলাদেশ।।
এর আগে মোট ছয়বার বিভিন্ন ত্রিদেশীয় বা বহুজাতিক সিরিজ বা টুর্নামেন্টের ফাইনাল খেলেছে, যার প্রতিটিতেই হেরেছে বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেছেন ওপেনার সৌম্য সরকার আর দ্বিতীয় সর্বোচ্চ করেন মোসাদ্দেক হোসেন ৫২ রান। মোসাদ্দেক ২৪ বলে এই রান সংগ্রহ করে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।