দৌগাছী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি গ্রেফতার
1 min readনাশকতার মামলায় ঝিনাইদহ সদর উপজেলার দৌগাছী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি বাবুল হোসেন মৃধাকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৩ আগস্ট) দিনগত রাত সাড়ে দশটার দিকে ওই এলাকা থেকে মৃধাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মৃধা উপজেলার পুটিয়া গ্রামের আকতার হোসেন মূধার ছেলে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক শেখ জানান, দু’টি নাশকতা মামলার আসামি বাবুল হোসেন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তিনি ওই এলাকায় অবস্থান করছেন। এসময় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।