নিখোঁজের আট দিন পর মাদরাসা শিক্ষকের ট্রাকচাপা লাশ
1 min readঝিনাইদহের হরিণাকুন্ডে নিখোঁজের আট দিন পর ইদ্রিস আলী ওরফে পান্না হুজুর নামে এক মাদরাসা শিক্ষকের ট্রাকচাপা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে হরিনাকুন্ডু পৌরসভাধীন জোড়া পুকুরিয়া বটতলার ঝিনাইদহ-হরিনাকুন্ডু সড়কের রাস্তার পাশ থেকে মাদরাসা শিক্ষক ইদ্রিস আলীর ট্রাকচাপা লাশ উদ্ধার করেছে বলে পুলিশ দাবি করেছে।
নিহত ইদ্রিস আলী হরিণাকুন্ডুর রঘুনাথপুর গ্রামের গোলাম কাওছারের ছেলে। এছাড়া স্থানীয় হোসেন আলী আলিম মাদ্রাসার শিক্ষক ও মুসলীম বিবাহ ও তালাক রেজিষ্টার এবং পাশ্ববর্তি শৈলকুপা উপজেলার মহিষাগাড়ি জামে মসজিদের ঈমাম ছিলেন। গত ৪ আগষ্ট থেকে সে নিখোজ ছিল।
নিখোঁজের পাঁচদিন পর ৯ আগস্ট ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তার স্ত্রী মোছা বেগম জানায়, এদিন রাত ৮টার দিকে পাশ্ববর্তি উপজেলা শৈলকুপার রামচন্দ্রপুর বাজার থেকে মোটরসাইকেল যোগে রামচন্দ্রপুর পুলিশ ফাঁড়ির সামনে পৌছালে ৩/৪ জনের সাদা পোষাকের পিস্তল ও ওয়ারলেসধারী লোক তাকে তুলে নিয়ে যায়।