Sun. Dec 22nd, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

পাটের ভালো দামে কৃষকের মুখে হাসি

1 min read

পাটের ভালো দামে কৃষকের মুখে হাসি

পাটের ভালো দামে কৃষকের মুখে হাসি
পাটের ভালো দামে কৃষকের মুখে হাসি

ঝিনাইদহে পাটের উৎপাদন ও ভাল দাম পেয়ে পাটচাষীদের মুখে হাসি ফুটেছে। প্রতি বিঘা জমিতে পাট চাষ করে ১২/১৫ হাজার টাকা লাভ দেখতে পাচ্ছেন তারা।

ঝিনাইদহ কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে জেলার ৬ উপজেলায় ৩৫ হাজার ৮২৫ হেক্টর জমিতে পাট চাষ করেছে চাষীরা। যা  লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। শুরুতেই সঠিক সময়ে বীজ, সার এবং অনুকূল আবহাওয়ায় পাটের ফলন ভাল হয়েছে। বর্তমানে পাটের বাজার দাম পেয়ে পাট চাষীদের মুখে হাসি দেখা যাচ্ছে।

পাটের ভালো দামে কৃষকের মুখে হাসি
পাটের ভালো দামে কৃষকের মুখে হাসি

জেলার শৈলকুপা উপজেলার আবাইপুর গ্রামের পাটচাষী আব্দুর রহমান জানান, তিনি এবার ৭ বিঘা জমিতে পাটের আবাদ করেছেন। বিঘা প্রতি আবাদের শুরু থেকে হাটে বিক্রি করা পর্যন্ত প্রায় ৮/৯ হাজার টাকা খরচ হয়েছে। আর যে পরিমাণে পাট উৎপাদন হয়েছে বিক্রি করে প্রায় ২৭/২৮হাজার টাকা জমছে। যেখানে পাট উৎপাদন করে বিঘা প্রতি প্রায় ১৫/১৬ হাজার টাকা লাভ পাচ্ছে।

উপজেলার ভাটই হাটের পাট ব্যবসায়ী তোজাম্মেল হোসনে জানান, এখন বাজারে বেশি পরিমাণ পাট আসছে। তারপরও বাজারে পাটের চাহিদা থাকায় ভাল দাম পাচ্ছে চাষীরা। বর্তমানে তিনি ভাল মানের পাট ২ হাজার টাকা দামে কিনছেন। আর অন্যান্য মানের পাট ১৭/১৮শ টাকা দামে কিনছেন।

এ ব্যাপারে ঝিনাইদহ কৃষি বিভাগের উপ-পরিচালক শাহ মো. একরামুল হক জানান, এ বছর জেলায় পাটের আবাদ ও উৎপাদিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। কৃষকরা পাটের ভাল দাম পাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *