Thu. Jan 2nd, 2025

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

পাটের মূল্য ২হাজার ৫শত টাকার দাবিতে ঝিনাইদহে কৃষকদের মানববন্ধন

1 min read

পাটের মূল্য ২হাজার ৫শত টাকার দাবিতে ঝিনাইদহে কৃষকদের মানববন্ধন

পাটের মূল্য ২হাজার ৫শত টাকার দাবিতে ঝিনাইদহে কৃষকদের মানববন্ধন
পাটের মূল্য ২হাজার ৫শত টাকার দাবিতে ঝিনাইদহে কৃষকদের মানববন্ধন

পাটের মূল্য মণ প্রতি ২হাজার ৫শত টাকার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও সমাবেশ করেছে কৃষকেরা। মঙ্গলবার সকাল ১১টার দিকে শহরের এইচএসএস সড়কে এ মানববন্ধন হয় । মানবন্ধন থেকে কৃষকেরা দাবি করেন প্রান্তিক চাষী, কৃষকের জমির লিজমূল্য, নিজস্ব পারিবারিক শ্রম ও চলতি মূলধনের সুদ কখনোই কৃষিপণ্যের মূল্য নির্ধারণের ক্ষেত্রে ধরা হয় না। এসব হিসাব করলে মণপ্রতি উৎপাদন খরচ গড়ে ২হাজার ৩শত টাকা করে পড়ে। হিসাবে না আনা এসব ব্যয় বাদ দিলেও উৎপাদন ব্যয় বেড়ে দাড়িয়েছে ১হাজার ৭শত টাকার উপরে। কিন্তু পাটের বর্তমান বাজার দর ১হাজার ৫শত টাকারও কম। তাই কৃষকদের আগ্রহ ধরে রাখতে পাটের দাম কমপক্ষে ২হাজার ৫শত টাকা করার দাবি জানায় কৃষকেরা। এতে সংহতি প্রকাশ করেন কেন্দ্রিয় কৃষক মৈত্রি ও খনি বাংলাদেশের নেতৃবৃন্দ।
ঝিনাইদহের স্বাধীন কৃষক সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত এ মানববন্ধন ও সমাবেশে বক্তব্যে সংগঠনের সভাপতি রোবায়েত হোসেন মোল্লা বলেন, দেশে কৃষিপণ্য পাটের স্থায়িত্বশীলতা ও অর্থনীতির যাতে ক্ষতি না হয় সেজন্য পাটের দাম বাড়াতে হবে। কৃষকদের এ মানববন্ধনে আরো বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, বে-সরকারী সংগঠন উন্নয়ন ধারার নির্বাহী পরিচালক কৃষিবিদ শহিদুল ইসলাম, এনজিও কর্মী হায়দার আলী প্রমুখ ।

আব্দুল্লাহ আল মাসুদ, ঝিনাইদহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *