পাসপোর্ট অফিসের ১১ দালালকে কারাদণ্ড
1 min read
ঝিনাইদহ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে থেকে ১১ দালালকে আটক ও এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মেজবাউল করিম এ দণ্ডাদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঝিনাইদহ জেলা প্রশাসনের একটি মোবাইল টিম র্যা বের সহযোগিতায় পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ১১ জন দালালকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি পাসপোর্ট, দুইটি নকল সিল উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এ সময় ঝিনাইদহ র্যা ব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মনির আহম্মেদ ও স্কোয়াড লিডার এএসপি উৎপল কুমার রায় উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তদের বাড়ি ঝিনাইদহ সদর, কোটচাঁদপুর ও হরিণাকুন্ডু উপজেলায়।