পুলিশের বিশেষ অভিযানে আটক ৪২
1 min readঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ৪২ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, ঝিনাইদহে নাশকতা প্রতিরোধ, জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান চলছে। এ অভিযানে ঝিনাইদহ সদর থেকে ১৪ জন, শৈলকুপা থেকে ৭ জন, মহেশপুর থেকে ৬ জন, কালীগঞ্জ থেকে ৫ জন, হরিণাকুন্ডু থেকে ৫ জন ও কোটচাঁদপুর থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের নামে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে।