পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া শিক্ষক অস্ত্রসহ আটক
1 min read
ঝিনাইদহ শহরের হামদহ খন্দকার পাড়া থেকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া শিক্ষক মিনারুল ইসলামকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে ঝিনাইদহ শহরের বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, পুলিশের নিয়মিত টহল দল ভোরে টার্মিনাল এলাকায় টহল দিচ্ছিল। সে সময় মিনারুল ইসলামকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ তাকে আটক করে। পরে তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে একটি দেশীয় তৈরী শার্টার গান উদ্ধার করে।
এদিকে, তার স্ত্রী মেহেরুন নেছা মেরী বুধবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে করে তার স্বামীকে ফেরতের দাবি জানান।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, ৩০ জুলাই রাত ৩টার দিকে পুলিশ পরিচয়ে তার স্বামীকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়।