প্রাকৃতিক দুর্যোগ প্রশমন কালীগঞ্জে ১০ হাজার তালের চারা রোপন
1 min readপ্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাত প্রশমনে উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন পল্লি গ্রামের সড়কে দু’পাশে তালগাছ রোপন কর্মসূচী শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এ প্রকল্পের আওতায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন সড়কে রোপন করা হচ্ছে ১০ হাজার তালগাছ।
সোমবার সকালে আলাইপুর-কমলাপুর সড়কের আলাইপুর নামকস্থানে তালের চারা রোপন উদ্বোধন করেছেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: ছাদেকুর রহমান, কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী মো: হাফিজুর রহমান, রায়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন অপু প্রমুখ।
তারেক মাহমুদ
কালীগঞ্জ, ঝিনাইদহ।